ভোমরায় বিজিবির বিরুদ্ধে ভারতীয়সহ তিন শ্রমিককে মারধরের অভিযোগ
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বিরুদ্ধে দেশের দুই শ্রমিক ও এক ভারতীয় ট্রাকচালককে মারধর করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে শ্রমিকরা বেশ কয়েক ঘণ্টা বন্দরে কাজ বন্ধ রাখে। এ সময় অচল থাকে ভোমরা স্থল বন্দর।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসিম ফারুক খান মিঠু বলেন, ‘বিজিবি সদস্যরা আমদানি করা ভারতীয় পণ্যের ওজন দেখার নাম করে জিরো পয়েন্ট ও ওজন মেশিনের ধারে অবস্থান নেন এবং ট্রাকের পণ্য ওলটপালট শুরু করেন। এতে প্রতিবাদ করায় বিজিবির হাতে ভারতীয় ট্রাকচালক নারায়ণ সাহা এবং বাংলাদেশের দুই শ্রমিক গোলাম রসুল ও আবদুস সবুর মারধরের শিকার হন।’ তিনি আরো বলেন, ‘বিজিবি সদস্যরা জিরো পয়েন্টে অপেক্ষমাণ বাংলাদেশমুখী ভারতীয় পণ্যবাহী ট্রাক ধরে নিয়ে আসে। এসব ঘটনার প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। অপরদিকে এ নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারাও সে এলাকায় পণ্য পরিবহন বন্ধ করে দেন।’
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোজাম্মেল বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজিবি সদস্যরা কয়েকটি গাড়ির পণ্য ওজন মনিটর করেছেন মাত্র। গাড়ি বন্ধ করে দেওয়া না দেওয়া সিঅ্যান্ডএফের ব্যাপার।’
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার বলেন, ‘শ্রমিকদের মারধর করার প্রশ্নই ওঠে না। কোন কারণে তাঁরা গাড়ি বন্ধ করে দিয়েছেন তা আমার জানা নেই।’
এদিকে জেলা প্রশাসক নাজমুল আহসান বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে বিকেল ৫টায় আমদানি-রপ্তানি আবার শুরু হয়।
ভোমরা সিঅ্যান্ডএফের আহ্বায়ক নাসিম ফারুক খান মিঠু বলেন, ‘আমাদের সঙ্গে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফের সভাপতি ও সম্পাদক কান্তি দত্ত ও পরিমল কুমারের বৈঠককালে জেলা প্রশাসক মো. নাজমুল আহসানের আশ্বাস পেয়ে ভারতীয় ও বাংলাদেশি শ্রমিকরা তাদের অচলাবস্থা প্রত্যাহার করে কাজে নেমেছে।’