জামায়াত-শিবির ভোল পাল্টাচ্ছে
জামায়াত-শিবির তাদের অপকর্ম ডাকতে এখন ভোল পাল্টাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরিন আকতার। তিনি বলেন, ভোল পাল্টে তারা এখন কোথায় যাচ্ছে সেদিকে লক্ষ রাখতে হবে।
আজ মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাসদ আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন শিরিন আকতার। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, তাঁর স্ত্রী খালেদা জিয়া এখন যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছেন।
দেলাওয়ার হোসাইন সাঈদী ওয়াজের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছেন উল্লেখ করে শিরিন আকতার বলেন, জামায়াত-শিবিরকে নির্মূল করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বমহলে প্রশংসিত হয়েছে উল্লেখ করে জাসদ নেতা বলেন, এই এলাকার নারীদেরও এগিয়ে আসতে হবে। আর ঘরে বসে থাকলে চলবে না। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সুন্দরবনসহ নদী ও মানুষকে রক্ষার আহ্বান জানান তিনি।
শ্যামনগর বাসস্ট্যান্ডে জাসদের উপজেলা সভাপতি শেখ হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জাসদের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ মিলন, কেন্দ্রীয় শ্রমিক জোটের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, জাতীয় কৃষক জোটের কোষাধ্যক্ষ জিয়াউল হক মুক্তা, খুলনা জেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, শ্যামনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক বিমল কুমার মণ্ডল, মৎস্যজীবী নেতা ডা. আলী আশরাফ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ।