সাইকেলে কাশ্মীর যাচ্ছেন রাজশাহী কলেজের রবিউল
‘মাদককে না বলুন, সাইকেল চালান, সুস্থ থাকুন’ এই স্লোগানে প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বাইসাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর যাচ্ছেন রাজশাহী কলেজের ছাত্র রবিউল ইসলাম। আগামীকাল সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর নগর ভবনের সামনে থেকে তাঁর যাত্রা শুরু হবে। সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তাঁর যাত্রার উদ্বোধন করবেন।
আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রবিউল ইসলাম নিজেই বিষয়টি জানিয়েছেন।
রবিউলের বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায়। বাবার নাম খোরশেদ আলম। তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র। তাই থাকেন রাজশাহীতে। এখান থেকেই বাইসাইকেলে ‘মিশন কাশ্মীর সাইকেল এক্সপিডিশন’ শুরু করছেন তিনি। কাশ্মীরে পৃথিবীর সর্বোচ্চ উঁচু সড়কপথে পৌঁছাতে তাঁর সময় লাগবে প্রায় দুই মাস। পথে পাড়ি দেবেন কলকাতা, বর্ধমান, আসানসোল, ধানবাদ, আওরঙ্গবাদ, বেনারস, ফতেপুর, কানপুর, আগ্রা, আলীগড়, দিল্লি, চণ্ডীগড়, শিমলা, মানালী ও লেহ। যাত্রা শেষ হবে ভারতের খারদুংলায়।
সংবাদ সম্মেলনে সাইক্লিস্ট রবিউল ইসলাম জানিয়েছেন, ভারতে তাঁর প্রচুর সাইক্লিস্ট বন্ধু রয়েছে। তিনি নিজেও অনেকবার ভারতে গেছেন। পথঘাট তাঁর চেনা। বন্ধুদের সহযোগিতা এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিজের গন্তব্যে পৌঁছাবেন। যাত্রাপথে তুলে ধরবেন রাজশাহী তথা বাংলাদেশকে।