রাজবাড়ীতে একতরফা জনসমাবেশ বন্ধের দাবি বিএনপির
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভীতিকর বিলবোর্ড, তোরণ অপসারন ও তফসিল ঘোষণা না দেওয়া পর্যন্ত একতরফা জনসমাবেশ বন্ধের দাবি জানিয়েছে রাজবাড়ী জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানায়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনের নতুন পদ্ধতি চূড়ান্ত না হলেও বা নির্বাচন কমিশন আনুষ্ঠানিক নির্বাচনের ঘোষণা না দিলেও রাজবাড়ী পৌরসভায় আওয়ামী লীগপন্থী প্রার্থীদের প্রচার তাণ্ডবে যে ডামাডোল তৈরি করা হয়েছে তাতে পৌরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। অশোভনীয় বিলবোর্ডে তারা বিজ্ঞাপনের জায়গা দখল করেছে। বিরোধী দলের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আওয়ামী লীগে যোগদানে বাধ্য করেছে। সব পেশাজীবী সংগঠনকে ভয়ভীতি দেখিয়ে বল প্রয়োগের মাধ্যমে নিজেদের দখলে নিয়েছে। এ অবস্থায় রাজবাড়ী পৌরসভার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
আসন্ন পৌরসভা নির্বাচন যেন অযাচিত হস্তক্ষেপহীন পৌরবাসীর অংশগ্রহণে সম্পন্ন হয় সংবাদ সম্মেলনে সে দাবি জানান বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারন-অর-রশীদ, রোকন চৌধুরী, অ্যাডভোকেট আসাদুজ্জামান লাল, শাহিনুর আকতার বিউটি, আফছার আলী সরদার, গাজী আহসান হাবীব, চৌধুরী আহসানু করিম হিটু, এ মজিদ বিশ্বাস, অ্যাডভোকেট এম এ গফুর প্রমুখ।