সাতক্ষীরায় গাছের ডাল কাটতে গিয়ে খুন
গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় একজন খুন হয়েছেন। ঘটনায় আহত দুজনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইনামুল হক(২৩)। তিনি কলারোয়ার রায়টা দক্ষিণপাড়ার বাসিন্দা।
গাছটির অবস্থান বিরোধপূর্ণ জমিতে ছিল বলে পুলিশ জানিয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, ‘ইনামুল ও তাঁর ভাই আকরামুল গাছের ডাল কাটছিলেন। এতে বাধা দেয় তাঁদের চাচাতো ভাই বাবলু এবং তাঁর সহযোগী আজহার ও আবদুল হামিদ। তাঁরা ইনামুল ও আকরামুলের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইনামুল মারা যান।’
ওই ঘটনায় আকরামুলের পাশাপাশি আরো এক ব্যক্তি আহত হন। আহত দুজনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।