কুমিল্লায় ইপিজেড কারখানার আগুন নিয়ন্ত্রণে
কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ইপিশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা জানান, কারখানার ভেতরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রান্ত নাথ সাহা আরো জানান, সকালে ইপিশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দ্রুত তা চারতলার ভবনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।