‘প্রতি তিনজন নারীর মধ্যে একজন নির্যাতিত হচ্ছেন’
বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে একজন নির্যাতিত হচ্ছেন। এ ছাড়া বিবাহিত নারীদের মধ্যে শতকরা ৮৭ ভাগ নারী কোনো না কোনো সময়ে তাদের স্বামী দ্বারা নির্যাতিত হয়েছেন।
সাতক্ষীরা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জি আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন। নিজ কার্যালয়ে এ সভার আয়োজন করেন তারাময়ী মুখার্জি। নারী নির্যাতন রোধে গণমাধ্যমকর্মীদের সহায়তা চেয়েছেন তিনি।
তারাময়ী মুখার্জি বলেন, জেন্ডার বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের ১৮৬টি দেশের মধ্যে ১১১তম। বাংলাদেশের নারীরা অত্যাচারের শিকার হয়েও শতকরা ৩০ ভাগ বিষয়টিকে পারিবারিক ব্যাপার বলে কোনো বিচার চান না এবং মাত্র সাড়ে ১৭ ভাগ নারী ন্যায়বিচার চান। তিনি আরো জানান, ২০১২ সালে বিশ্বে যে সংখ্যক নারীকে হত্যা করা হয়েছে, তাঁদের প্রায় অর্ধেক মারা গেছেন তাঁদের সঙ্গী অথবা স্বামী অথবা পরিবারের সদস্যদের হাতে।
তারাময়ী মুখার্জি বলেন, ‘সাতক্ষীরায় নারী নির্যাতনের ঘটনাবলির নিয়মিত অনুসন্ধান ও প্রতিকারের ওপর কাজ চলছে। জেলায় ২৩০টি নারী নির্যাতন ঘটনার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৪৬টি। এ ছাড়া নিষ্পত্তির কাজ চলছে আরো ১৮৪টি নিয়ে।’
তারাময়ী মুখার্জি আরো বলেন, ‘নারীর ওপর সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণ প্রকল্পে’র কাজ চলছে। নির্যাতনের শিকার নারীদের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। সাতক্ষীরাসহ সাতটি জেলার ৪৫টি উপজেলার ৪২৫টি ইউনিয়নে এই প্রকল্পের কাজ চলছে।’ আগামী ২০১৬ সালে প্রকল্পটি শেষ হবে বলে জানিয়েছেন তারাময়ী মুখার্জি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এর জেলা ব্যবস্থাপক রেজাউল হায়াত ও রাবেয়া খাতুন।