কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতির বাবার ইন্তেকাল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাবিবুর রশীদ হাবিবের বাবা হাজি আবদুর রশিদ (৮০) মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার শাহজাহানপুরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।
আবদুর রশিদ স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায়। বুধবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।
আবদুর রশিদের মৃত্যুতে নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।