বান্দরবানে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলায় ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহসহ দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার সন্ধ্যায় জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় ঝর্ণা তিনাপ সাইতার ভ্রমণে যান ছয়জন পর্যটক। ঝর্ণা দেখে ফেরার পথে পাইন্দু খাল পার হওয়ার সময় খালের পানিতে স্রোতে পা পিছলে পড়ে গিয়ে নিখোঁজ হন নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ (২৩) ও ঢাকার গ্রিনহার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত (১৮)। পরদিন খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ স্থানীয়রা নৌকা ও ভেলা নিয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে উদ্ধার অভিযানে নামেন। উদ্ধারকর্মীরা আজ সোমবার বিকেলের দিকে পাইন্দু খালের মুন্নমপাড়া এলাকা থেকে ভাসমান অবস্থায় দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, রুমায় প্রাকৃতিক ঝর্ণা তিনাপ সাইতার ভ্রমণে গিয়ে ফেরারপথে পাইন্দু খালের স্রোতে ভেসে গিয়ে দুজন পর্যটক নিখোঁজ হয়েছিলেন শনিবার সন্ধ্যায়। খবর পেয়ে নিখোঁজের দুদিন পর পাইন্দু খালের মুন্নমপাড়ার এলাকা থেকে নৌবাহিনীর কর্মকর্তা ও কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের আত্মীয়স্বজন লাশের পরিচয় শনাক্ত করেছেন।
পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, স্থানীয় গাইডের দিকনির্দেশনায় ছয়জন পর্যটকসহ আটজনের একটি দল গত শনিবার রোয়াংছড়ি উপজেলার রৌনিনপাড়া হয়ে রুমা উপজেলার সৌন্দর্যময় তিনাপ সাইতার ঝর্ণা ভ্রমণে গিয়েছিলেন। মনোমুগ্ধকর ঝর্ণাটি দেখে ফিরে আসার সময় পাইন্দু খাল পার হওয়ার সময় পা পিছলে পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন দুজন পর্যটক। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় খবরটি পরের দিন রোববার জানা যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পাইন্দু খালের মুন্নমপাড়াস্থ এলাকায় নিখোঁজদের লাশ পাওয়া গেছে।