আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টাঙ্গাইলে ইজতেমা সমাপ্ত

দেশ ও জাতির সমৃদ্ধি আর বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে টাঙ্গাইলে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। আজ শনিবার টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আখেরি মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা যুবায়ের হোসেন। টাঙ্গাইলসহ আশপাশের জেলার লাখো মুসল্লি এ মোনাজাতে অংশ নেয়।
গত বৃহস্পতিবার থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হতে শুরু করে। টাঙ্গাইল জেলা তাবলিগ জামাতের আয়োজনে তিন দিনব্যাপী ইজতেমায় কাকরাইল মসজিদের মুরুব্বিরা ছাড়াও দেশ-বিদেশের অনেক আলেম-ওলামা বয়ান করেন।
ইজতেমার মূলস্থল ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে স্থানীয় আউটার স্টেডিয়াম, ভাসানী হল চত্বর, পৌর উদ্যান ও নিরালা মোড়সহ আশপাশের রাস্তায় মুসল্লিরা ইজতেমায় অংশ নেন।
ইজতেমার আয়োজক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ, চিকিৎসাসেবা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।