লাকসামে ধর্ষণের অভিযোগে চিকিৎসক আটক
কুমিল্লার লাকসামে ডিজিটাল হেলথ কেয়ারে কর্মরত এক তরুণীকে ধর্ষণের অভিযোগে র্যাব অভিযান চালিয়ে ওই চেম্বারের মালিক ডা. মীর হোসেনকে আটক করেছে।
বুধবার দুপুরে কুমিল্লা র্যাব-১১ কোম্পানি কমান্ডার প্রণব কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এবং বিভিন্ন অবৈধ নেশাজাতীয় দ্রব্যসহ মীর হোসেনকে আটক করা হয়।
র্যাব জানায়, চাকরি দেওয়ার নামে বিভিন্ন সময়ে নারীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে ডা. মীর হোসেনের বিরুদ্ধে।
এর আগে অনিয়মের অভিযোগে ডিজিটাল হেলথ কেয়ার বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।