তিনজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহতের ঘটনায় ২ মামলা
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মা ও ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যার পর ঘাতককে গণপিটুনিতে মারার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বুধবার সকালে রাধানগর গ্রামের রিকশাচালক মোখলেস দুই নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করে। পরে গণপিটুনিতে মারা যায় মোখলেস।
এ ঘটনায় নিহত নাজমা বেগমের ভাই রুবেল হোসেন অভিযুক্ত মোখলেসকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ ছাড়া অভিযুক্ত মোখলেসের স্ত্রী রাবেয়া খাতুন অজ্ঞাত এক থেকে দেড় হাজার জনকে আসামি করে পৃথক হত্যা মামলা করেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে নিহত চারজনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ছাড়া আহত পাঁচজনের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।