ছেলেধরা সন্দেহে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকায় আজ সোমবার সকাল ১১টার দিকে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ছেলেধরা সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর বাজারে আজ সোমবার সকালে এক নারীকে বাজারে ঘুরতে দেখে ছেলেধরা সন্দেহে আটক করে স্থানীয়রা। পরে ওই নারীকে একটি গাছের সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে সদর থানার পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। এ সময় ওই নারী অসংলগ্নভাবে কথা বলায় পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন, তাই তাকে পুলিশ ছেড়ে দিয়েছে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ‘ছেলেধরা সন্দেহে এক নারীকে আটক করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেছে। ওই নারী মূলত মানসিক ভারসাম্যহীন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতে যাতে কেউ ছেলেধরা সন্দেহে নির্যাতন করতে না পারে, সে বিষয়ে আমাদের মনিটরিং জোরদার আছে।’