রাজশাহীতে ৮৪০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শিহাব উদ্দিন অনিক (২৪) ও তার এক সহযোগীকে ৮৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে নগরীর বিনোদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অনিকের ওই সহযোগীর নাম নূর হোসেন অভি (২৪)।
রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট তোফায়েল আহমেদ জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে বিনোদপুর এলাকার পুরাতন র্যাব অফিসের সামনের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশির কাজ চলছিল। সকাল ১০টার দিকে মহাসড়কের পূর্ব দিকে কাটাখালী থেকে শহরের দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক আসছিল। মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের জন্য তাদের গতিরোধ করা হয়। এ সময় ছাত্রলীগ নেতা শেখ শিহাব উদ্দিন অনিকের মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের সময় তার সহযোগী নূর হোসেন অভির পায়ে বিশেষ কায়দায় বেঁধে রাখা অবস্থায় দুটি প্যাকেটে ৮৪০ পিস ইয়াবা পাওয়া যায়।
অভি বরেন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং তার বাড়ি নগরীর ভাটাপাড়া মিঠুর মোড়ে। আর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শিহাব উদ্দিন অনিকের বাড়ি চণ্ডীপুর এলাকায়। সার্জেন্ট তোফায়েল ইয়াবাসহ হাতেনাতে আটক শিহাব ও অভিকে মতিহার থানায় সোপর্দ করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ইয়াবাসহ আটক শেখ শিহাব উদ্দিন অনিক ও নূর হোসেন অভির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।