বন্যার কারণে বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ স্থগিত
উত্তরাঞ্চলে বন্যার কারণে বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৯ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, নাটোরসহ উত্তরাঞ্চলের অনেক এলাকা বর্তমানে বন্যার পানিতে তলিয়ে গেছে। মানবিক কারণে তাই বিএনপির বিভাগীয় মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। তিনি দলের নেতাকর্মীদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মিনু রাজশাহী মহানগর পুলিশের সমালোচনা করে বলেন, কয়েকদিন আগে আমরা দলীয়ভাবে রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ করতে নগরীর তিনটি স্থানের নাম উল্লেখ করে অনুমতি চেয়ে পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছি। সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত আমরা মহাসমাবেশের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি পাইনি। শুধু তাই না, মহাসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৫ জন নেতাকর্মীকে বিনা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি।
বন্যা শেষে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়ে মিজানুর রহমান মিনু বলেন, পুলিশ সেই মহাসমাবেশ করার অনুমতি না দিলেও বিএনপি যেকোনো বাধা মোকাবিলা করে মহাসমাবেশ সফল করবে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, তানোর পৌরসভার মেয়র বিএনপিনেতা মিজানুর রহমান মিজান, পুঠিয়া বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রুয়েট শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আকতার হোসেন, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর দিলদার হোসেন ও কেন্দ্রীয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।