কুমিল্লায় অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালের দিকে দক্ষিণ চর্থায় ইপিজেডের এক নম্বর গেটের উল্টো দিকে রাস্তার পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, আজ সকালে ইপিজেড এলাকায় রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বলেন, ‘নিহতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর হাত-পায়ে থেতলানোর দাগ রয়েছে। এরই মধ্যে মরদেহ শনাক্ত করতে আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পিবিআই।’
যুবকের মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যা ময়নাতদন্তের পর তা বলা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।