ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার শিশুর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনার দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর নাম তাওহীদ। সে বরগুনা সদর উপজেলার গৌরচিন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের ইসাহাক আলীর ছেলে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানিয়েছেন, গত মঙ্গলবার ওই শিশুকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল দুপুরে তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর সন্ধ্যায় ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এ ব্যাপারে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান জানান, বরগুনায় আজ শনিবার দুপুর পর্যন্ত ৩৭ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের মধ্যে ১৩ জন বরগুনা জেনারেল হাসপাতাল এবং একজন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।