মাদারীপুরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আরিফুর রহমান সুমন (৩৫) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সুমনের বাসায় তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. অখিল সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুমনের ব্যবসা খারাপ যাচ্ছিল। তিনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ ঋণের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।