টাঙ্গাইলে যুবলীগ চেয়ারম্যান
দেশকে অস্থিতিশীল করতেই বিদেশি হত্যা
দেশকে অস্থিতিশীল করার জন্যে ব্লগার ও বিদেশিদের হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এ জন্য বিএনপি-জামায়াত দায়ী বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে জেলা যুবলীগ আয়োজিত এক পথসভায় ওমর ফারুক চৌধুরী এ মন্তব্য করেন।
জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাতিত্বে সভায় বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ।