Beta

পদ্মায় সি-বোট উল্টে শিশু নিখোঁজ

১৩ আগস্ট ২০১৯, ১১:৪৬

ঢেউয়ের কবলে পড়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথের মাঝপদ্মায় একটি সি-বোট উল্টে এক শিশু নিখোঁজ রয়েছে। এ দুর্ঘটনার পর ১৮ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটি তার মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি বরিশালে যাচ্ছিল। তার নাম দীন ইসলাম রণি (৮)। সে তার মা-বাবার সঙ্গে মিরপুর ১২, সি-ব্লকের ৪ নম্বর রোডের ২০ নম্বর বাসায় থাকত।

শিমুলিয়া ঘাট কোস্টগার্ডের চিফ পেটি অফিসার লুৎফর রহমান বলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ১৯ যাত্রী নিয়ে সি-বোটটি মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে রওনা দেয়। মাঝপদ্মায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে সি-বোটটি উল্টে যায়।

এ সময় অন্যান্য সি-বোট ও ট্রলার দিয়ে ১৮ যাত্রীকে উদ্ধার করা হয়। তবে দীন ইসলাম রণি নিখোঁজ হয়। তার সন্ধানে কোস্টগার্ড, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তল্লাশি চালাচ্ছে বলে জানান লুৎফর রহমান।

Advertisement