কুমিল্লায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৭
কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, ‘আজ রোববার দুপুর সাড়ে ১২টার পর উপজেলার বাঘমারা জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজন শিশুও রয়েছে।
ওসি আরো বলেন, বাসটি কুমিল্লা থেকে লাকসাম যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি কুমিল্লার দিকে আসছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ সময় আহত হন চারজন। এদের মধ্যে দুই শিশুসহ সাতজন অটোরিকশার যাত্রী, বাকি দুজন বাসের যাত্রী।
আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার আরো দুই যাত্রী মারা যান। এখন হাসপাতালে বাসের দুই যাত্রী চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি।
পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।