ঝিনাইদহে ‘কপোতাক্ষ’ ট্রেনের বগি লাইনচ্যুত
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে স্টেশন এলাকায় এ ঘটনায় ঘটে। এতে খুলনার সাথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কোটচাঁদপুরে রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ জানান, কপোতাক্ষ ট্রেনটি রাজশাহী থেকে খুলনা যাচ্ছিল। সাতটার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছায়।
সেখানে যাত্রাবিরতি দিয়ে চলা শুরু করলে স্টেশন এলাকার মধ্যে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাত ৯ টার দিকে দর্শনা থেকে একটি লাইটার ট্রেন ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। তবে ঈশ্বরদি থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত মূল কাজ শুরু করা সম্ভব হবে না বলে জানান কাওছার মাহমুদ।
এদিকে, বগি লাইনচ্যুত হওয়ার ফলে সাবদালপুর এলাকায় রুপসা, সুন্দরবন এবং গোয়ালনন্দ এক্সপ্রেসে আটকা পড়েছে। ঠিক কখন ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে তা নিশ্চিত করতে পারেননি স্টেশনের সহকারী মাস্টার কাওছার মাহমুদ।