চাকা ফুটো হয়ে বাস উঠল অটোর ওপর, নিহত ১
রাজবাড়ী সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোচালকও আহত হন। আজ শনিবার দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিদুল শেখের (১৯) বাড়ি উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল গফুর শেখ। আহত চালক মিজান মোল্লার বাড়ি একই ইউনিয়নের আহ্লাদিপুর গ্রামে।
রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রব জানান, দুপুর ১২টার দিকে গোয়ালন্দের মোড়ে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী জাকের পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের ডানপাশের চাকা ফুটো হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি এসে সেখানে দাঁড়ানো অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোযাত্রী মহিদুল মারা যান।
চালক মিজান মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেগজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।