মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত আরেক গৃহবধূর মৃত্যু
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজধানীতে নেওয়ার পথে সুমি আক্তার (৩০) নামের ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত সুমি উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকার স্পিডবোটচালক আনোয়ার ফকিরের স্ত্রী। তাঁর এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মোকাদ্দেস জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২০ আগস্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সুমি আক্তার। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু গতকাল অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজধানীতে স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দেওয়ার পর পরই তিনি মারা যান।
আবদুল মোকাদ্দেস আরো জানান, এ নিয়ে মাদারীপুরের আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।