অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তে আগ্রহী এফবিআই
লেখক অভিজিৎ রায় হত্যার তদন্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ জন্য তদন্ত সংস্থাটির পক্ষ থেকে এরই মধ্যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও অভিজিতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) এস এম শিবলী নোমান এনটিভি অনলাইনকে জানান, ‘সার্বিক তদন্তে সহযোগিতার জন্য এফবিআইয়ের পক্ষ থেকে পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এই ঘটনার তদন্তে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে তাদের একটা দল বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে তারা।’
এই ঘটনার তদন্তে অগ্রগতির ব্যাপারে তিনি জানান, ‘এই মুহূর্তে এই হত্যাকাণ্ডের কয়েকটি বিষয় সামনে রেখে তদন্তকাজ চলছে। এর মধ্যে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করছি, মতাদর্শের কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।’
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুজন দুর্বৃত্ত। পুলিশ তাদের এখনো শনাক্ত করতে পারেনি।
অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অজয় রায় আজ শনিবার দুপুরে এনটিভি অনলাইনকে জানান, ‘গতকাল এফবিআই থেকে যোগাযোগ করা হয়েছে। আজ যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, তারা তদন্তে আগ্রহী। তারা বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনীকে অভিজিৎ হত্যাকাণ্ডে তদন্তে সহযোগিতা করতে চেয়েছে। আমি তাদের বলেছি আমি আমার ছেলের খুনিদের শাস্তি চাই।’
এফবিআইয়ের সঙ্গে কথা হওয়া প্রসঙ্গে অজয় রায় আরো বলেন, ‘অভিজিৎ আমেরিকান নাগরিক ছিল। কাজেই যুক্তরাষ্ট্র সরকারও এ বিষয়ে উদ্বিগ্ন।’
অভিজিতৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা আট বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন।
এ ছাড়া মামলার তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘পুলিশের কার্যক্রমে আমি সন্তুষ্ট নই। এখন পর্যন্ত তারা একজনকেও ধরতে পারে নাই। তাদের কাছে তালিকা আছে। তারা চাইলেই ধরতে পারে। তাহলে কেন ধরছে না? আজও থানায় যাওয়ার পর তারা বলল তদন্ত করছে। কিন্তু আলামত তো দেখছি না।’