সংসদ অধিবেশন শুরু হওয়ায় এমপি লিটনের জামিন

সংসদ অধিবেশন শুরু হওয়ায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তিনি কারাগারে আছেন।
আজ রোববার সকালে জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মইনুল ইসলাম ইউসুফ সংসদ সদস্যের জামিন মঞ্জুর করেন।
এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘আজ সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এ কারণে বিচারক সংসদ সদস্য লিটনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।’
দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার বিকেল সাড়ে ৪টায়।
গত ২ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের গোপালচরণ মোড়ে এমপি লিটন শিশু সৌরভের দুই পায়ে গুলি করেন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় সৌরভের বাবা সাজু মিয়া মামলা করলে এমপি লিটন আত্মগোপনে চলে যান। ১৪ অক্টোবর ঢাকার উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গাইবান্ধায় নিয়ে যায়। পরদিন আদালতে হাজির করলে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২১ অক্টোবর ও ২৫ অক্টোবর জামিনের আবেদন করলে আদালত সেসব আবেদন নাকচ করেন।
এর আগে গত ১২ অক্টোবর উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করলে সংসদ সদস্যকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়।