ধর্মযাজক হত্যাচেষ্টায় জেএমবি জড়িত : র্যাবের ডিজি
পাবনায় খ্রিস্টান ধর্মযাজক লুক সরকার হত্যাচেষ্টার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি জড়িত বলে উল্লেখ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন,‘বিষয়টিকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে, যাতে কোনোক্রমে তারা মাথাচাড়া দিতে না পারে।’
আজ রোববার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বেনজীর আহমেদ এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘র্যাব ও পুলিশ এরইমধ্যে এক হাজার ১০০ জঙ্গিকে আটক করেছে। গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৫৭ জেএমবি সদস্যকে আটক করেছে। এ ছাড়া এদের সব সময় মনিটর করা হচ্ছে।’
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশে কখনই জঙ্গিবাদ স্থায়ী শেকড় গাড়তে পারবে না।’তিনি আরো বলেন, ‘যারা জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত, দেশবিরোধী, সমাজবিরোধী এ সব খুনিদের আইনের মুখোমুখি দাঁড় করাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রয়াস দরকার। একটি ক্ষুদ্রতম বিচ্ছিন্ন গোষ্ঠীর কাছে রাষ্ট্র জিম্মি হতে পারে না। নিরাপদ দেশ গড়ার লক্ষ্যেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’ তিনি বলেন, ‘পাবনা অঞ্চলের জঙ্গিগোষ্ঠীর তৎপরতা খুব শিগগিরই সমূলে বিনাশ করা হবে।’
বেনজীর আহমেদ আরো বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গি দমনে র্যাব ও পুলিশ এরইমধ্যে অনেক দক্ষতার পরিচয় দিয়েছে। র্যাব ও পুলিশ ইতিমধ্যে জঙ্গি ও সন্ত্রাসীদের অনেক মহাপরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। তার অনেক কিছু আপনারা জানেন, আবার অনেক ঘটনা আপনারা জানেন না।’তিনি আরো বলেন, ‘কোনো কারণ ছাড়াই দুই বিদেশি হত্যা, পাবনার ঈশ্বরদীতে খ্রিস্টান ধর্মযাজক হত্যাচেষ্টার মতো ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ ও র্যাব এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মদদদাতাদের চিহ্নিত করতে পেরেছে।’
বেনজীর বলেন, ‘ঈশ্বরদীর পাকশীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ ওই অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি অতিথি ও পর্যটকদের নিরাপত্তার বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। প্রতিনিয়ত সেখানকার তথ্য আপডেট করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার চৌধুরী, র্যাব ১২-এর অধিনায়ক মো. শাহাবুদ্দিন খান, র্যাব গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদ, ডিজিএফআইয়ের রাজশাহীসহ পাঁচজেলার দায়িত্বপ্রাপ্ত পরিচালক কর্নেল জি এস আদিল চৌধুরী, পাবনার পুলিশ সুপার আলমগীর কবির, ডিজিএফআই রাজশাহীর উপপরিচালক আব্দুস সবুর, এনএসআই পাবনার উপপরিচালক আলমগীর হোসেন, র্যাব ১২-এর পাবনা ক্যাম্পের অধিনায়ক শেখ মুনিরুজ্জামান, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।