ঝিনাইদহে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় হাবিবুর রহমান নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার কোমরভোগ গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। তিনি যশোর সেনানিবাসে এডি ইউনিটে সৈনিক পদে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, যশোর ক্যান্টনমেন্ট থেকে রেশন তুলে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান। কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে রিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর।
কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সৈনিকের লাশ উদ্ধার করে।