সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের বিখ্যাত ‘হাশেমী বাড়িতে’ হামলা করে ডাকাতরা স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে বলে পুলিশকে অভিযোগ করেছেন বাড়ির বাসিন্দারা।
বাড়িটির মালিক অবিভক্ত বাংলার সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত সৈয়দ জালালউদ্দিন হাশেমী।
এ ছাড়া বাড়িটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত সৈয়দ কামাল বখত সাকী, তাঁর ভাই প্রয়াত সৈয়দ খালেদ বখত ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের পৈতৃক বাসস্থান।
ঢাকায় অবস্থানরত সাবেক প্রতিমন্ত্রী দিদার বখত জানান, শনিবার মধ্যরাতে সাতজন সশস্ত্র ডাকাত হাশেমী বাড়ির প্রাচীর টপকে, গ্রিলের তালা ভেঙে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। পিস্তল, পাইপগান ও দেশি ধারালো অস্ত্র হাতে ডাকাতরা ওই বাড়ির সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করে এবং বাধা দিলে অথবা চিৎকার করলে চোখ উপড়ে ফেলার হুমকি দেয়।
দিদার বখত আরো জানান, ডাকাতি শেষে ডাকাতরা তাঁর নিকটাত্মীয় আজহারুল করিমের দুই হাত গ্রিলের সঙ্গে বেঁধে রেখে চম্পট দেয়। সৈয়দ দিদার বখত আরো বলেন, হাশেমী বাড়ির সুদীর্ঘকালের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি ডাকাতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আজহারুল করিমের ছেলে তালা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শেখ সাদী জানান, ডাকাতির ঘটনার পরপরই তালা থানায় জানানো হয়। পুলিশ রাতেই ডাকাতদের ধরতে অভিযান চালায়। ডাকাতদের মুখে কোনো মুখোশ ছিল না। তাঁদের সবার বয়স ২২ থেকে ২৫-এর মধ্যে।
ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আতিকুল হক বলেন, ‘এই ডাকাতির সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে। এ জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।’
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘ডাকাতির খবর পেয়ে রাতেই আমরা অভিযান শুরু করেছি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।’
হাশেমী বাড়িতে ডাকাতির খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ও চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।