শীতের শুরুতেই ময়নামতিতে পর্যটকের ভিড়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447148273.jpg)
কুমিল্লার ময়নামতিতে অবস্থিত শালবন বৌদ্ধবিহার দেশের অন্যতম প্রাচীন স্থাপনা ও দর্শনীয় স্থান। স্থাপত্যশৈলী আর সবুজে ঘেরা এই স্থান থেকেই সপ্তম-অষ্টম শতকে ভারতের বিহার রাজ্যের দেব বংশের শাসনকাজ চলেছে। এ ছাড়া বিশ্বের সুপ্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ও কুমিল্লার শালবন বিহারেই প্রতিষ্ঠিত হয়েছিল।
লালমাই পাহাড়ের পূর্ব প্রান্তে বৌদ্ধ সভ্যতার এই ইতিহাস আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে। এখানকার প্রত্নসামগ্রী ও ইতিহাস সংরক্ষণ করা হয়েছে ১৯৬০-এর দশকে প্রতিষ্ঠিত ময়নামতি জাদুঘরে।
আর সবুজে ঘেরা এই স্থাপত্যশৈলী দেখতে শীতের শুরু থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। শুধু দেশের দর্শনার্থী নয়, এ স্থাপনা ও প্রত্নতত্ত্ব জাদুঘর আকর্ষণ করছে বিদেশি পর্যটকদেরও।
আর পর্যটকরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে এ স্থাপত্যশৈলী ঘুরে দেখতে পারেন, এ জন্য নেওয়া হয়েছে আনসার ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বিস্তারিত দেখুন কুমিল্লা প্রতিনিধি জালাল উদ্দিনের পাঠানো বিশেষ ভিডিও প্রতিদবেদনে :