মাদারীপুর ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/12/photo-1568289415.jpg)
মাদারীপুরের মহিষেরচর এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে ১৫ মামলার আসামি সাগর ফকিরের মৃতদেহ। ছবি : এনটিভি
মাদারীপুরের মহিষেরচর এলাকা থেকে সাগর ফকির নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত সাগর ডাকাতি-ছিনতাইসহ কমপক্ষে ১৫টি মামলার আসামি। তিনি শহরের দরগাখোলা এলাকার বাসিন্দা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে ডাকাতির মালামাল ভাগাভাগির সময় গোলাগুলিতে সাগর নিহত হয়েছেন। এ সময় তাঁর মৃতদেহের পাশে একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়েছে।’