প্রধানমন্ত্রীর ব্যাখ্যা চলে যাচ্ছে ওদের পক্ষে
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় খেতমজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাস বলেছেন, ‘উনি (প্রধানমন্ত্রী) যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, উনি ভালো বোঝেন। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, ব্যাখ্যাটা ওইভাবে আসার ফলে সেটি চলে যাচ্ছে ওদের পক্ষে।’
আজ মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত প্রথম খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনপূর্ব এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক হামলার বিষয়ে বিমল বিশ্বাস এ কথা বলেন। তিনি ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর নেতা।
বিমল বিশ্বাস বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের যে অবস্থান আছে বা তাঁরা যে পদক্ষেপ নিচ্ছে, এ পদক্ষেপকে বহু মানুষ অভিনন্দিত করছে।’ তিনি আরো বলেন, ‘কত বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এটা চাট্টিখানি কথা নয়।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বিমল বিশ্বাস আরো বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী জানেন, ধর্মের বিরুদ্ধে বলেছে। সংবিধান আইন বলে যে এটা বলা যাবে না। তাহলে ট্রায়াল নেন। আপনি তাদের ধরেন, গ্রেপ্তার করেন, বিচার করেন।’
প্রসঙ্গত, গত রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যেন কোনো লেখা প্রকাশ না করা হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা সেক্যুলার ডেমোক্রেসিতে বিশ্বাস করি। সেক্যুলারিজম মানে ধর্মহীনতা নয়। বিকৃত করে লেখা প্রকাশ মানবিক গুণ নয়।’
বিমল বিশ্বাস বলেন, ‘এই সরকারকে উৎখাত করতে মার্কিনসহ বিদেশিরা চক্রান্ত করছে।’ ‘আইএস কারা তৈরি করেছে’ প্রশ্ন রেখে তিনি বলেন ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এবং গণতন্ত্র ও উন্নয়ন ব্যাহত করতে তারা কাজ করছে।’
বিমল বিশ্বাস বলেন ‘সরকারের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধিতাকে আমরা সমর্থন করি’। তিনি আরো বলেন, ‘সরকার গণবিরোধী কিছু করলে আমরা সোচ্চার হবো। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে খেতমজুররা আন্দোলনে নামতে বাধ্য হবে।’ তিনি বলেন, ‘দেশের ৬৭ ভাগ ভূমিহীন ও খেতমজুরদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।’
বিমল বিশ্বাস জমি , কাজ, ন্যায্য মজুরি, বাসস্থান, পল্লী রেশনিং এবং নিবন্ধনভুক্তিসহ খেতমজুরদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। বর্তমান সরকার আমলেও খাসজমি ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচনের প্রথম শর্ত ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ।’
সংবাদ সম্মেলনের বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সহসভাপতি তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ‘খাসজমি ভূমিহীনদের পক্ষে আদায় এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির থাবা রুখতে সাতক্ষীরায় ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সম্মেলন। এতে ওয়ার্কার্স পার্টি সভাপতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন ।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, অজিত কুমার রাজবংশী, নির্মল সরকার, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাব্বির হোসেন, স্বপন কুমার শীল, অধ্যাপক ময়নুল হাসান, মফিজুল হক জাহাঙ্গীর, বিশ্বনাথ কয়াল, দেবাশীষ মণ্ডল প্রমুখ।