ঘুমিয়ে ছিলেন দুই ভাই, প্রাণ গেল সাপের দংশনে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাপের দংশনে দুই ভাইয়ের প্রাণ গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার নাগপাড়া গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকার সময় এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি মাসে জেলায় সাপের দংশনে চারজনের প্রাণহানির ঘটনা ঘটল।
নিহত দুই ভাই হলেন নাগপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে শাহিন (৩০) ও তাঁর ছোট ভাই সোহান।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে নাগপাড়া গ্রামে বাড়িতে ঘুমিয়ে ছিলেন দুই ভাই। রাত ১২টার দিকে বিষধর সাপ দংশন করে তাঁদের। এরপর মুমূর্ষু অবস্থায় প্রথমে দুই ভাইকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই দিন গভীর রাতে সেখান থেকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান ছোট ভাই সোহান।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে হাসপাতালে বড় ভাই শাহিন মারা যান। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে গতকাল সাপের দংশনে একই উপজেলার যুগিপাড়া গ্রামে বিলকিস বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়। এর আগে গত ৯ সেপ্টেম্বর উপজেলার মাধবপুর গ্রামে স্বরূপকুমার নামে অপর এক কিশোর মারা যায়।