সংসদে প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না

দশম জাতীয় সংসদে আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।
আজ বুধবার দশম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এ কথা বলেন। সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা যা ছিল তাই থাকবে, অর্থাৎ সাধারণ প্রার্থীদের জন্য ৩০ বছর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৩২ বছর।’
প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন, এরইমধ্যে সরকার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছরে উন্নীত করেছে।