নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাবেশ

শেরপুরের নালিতাবাড়ী বারোমারী মিশন মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সং নকমা, গাঁওবুড়া, পঞ্চায়েত ও মণ্ডল’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কারিতাস ময়মনসিংহ অঞ্চল সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পএই সমাবেশের আয়োজন করে।
বারোমারী আদিবাসী ক্লাস্টার ফোরামের (এসিডিএফ) সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মনিদ্র চন্দ্র বর্মণের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কারিতাস ময়মনসিংহ অঞ্চল আশীর্বাদ প্রকল্প কর্মকর্তা লাকি ডিও, নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর রহমান, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্ধনা চাম্বু গং, নালিতাবাড়ী কারিতাস সমাজ উন্নয়ন কর্মকর্তা বিপুল জাম্বিল, নারী সংগঠক নুহেলিকা দিব্রা, হেমার্সন হাদিমা প্রমুখ।
সমাবেশে উপজেলার ৩৫টি গ্রামের সং নকমা, গাঁওবুড়া, পঞ্চায়েত ও মণ্ডল সংগঠনের নেতারা অংশ নেন।