টাঙ্গাইলে ছাত্রদলের আধাবেলা হরতাল চলছে
জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইল শহরে অর্ধবেলা হরতাল চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ছাত্রদলের ডাকা এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।
হরতালে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। তবে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।
তবে হরতালের পক্ষে কোনো মিছিল-সমাবেশ বা পিকেটিং করতে দেখা যায়নি। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গত মঙ্গলবার বিকেলে শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে গোয়েন্দা পুলিশ জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে আটক করে। পরে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এর প্রতিবাদে জেলা ছাত্রদল শহরে আধাবেলা হরতাল আহ্বান করে।