মাদারীপুরে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/23/photo-1569254691.jpg)
মাদারীপুর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় সিজান (৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এই দুর্ঘটনা ঘটে।
সিজান তাসকিয়ানুননিসা নামক একটি মাদ্রাসার ছাত্র ছিল। সে সদর উপজেলার পুরাতন ফেরিঘাট মহিষের চর পাকামসজিদ এলাকার সোহাগ বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় পড়তে যায় সিজান। পড়া শেষ করে বাড়িতে ফেরার সময় রাস্তা পার হতে গেলে স্থানীয় ইটভাটার একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে সিজানকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাদ্রাসাছাত্র সিজান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ট্রাকটি আটক করেছে পুলিশ। ট্রাক চালকের নাম সোহাগ (৩০)। তাঁর বাড়ি মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায়।
এদিকে সিজানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ট্রাকচালকের বিচারের দাবি জানিয়েছে।