পুলিশের ভূমিকা তদন্তে দুটি কমিটি গঠন
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সময় পুলিশের ‘প্রশ্নবিদ্ধ’ ভূমিকার তদন্তের জন্য দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত বৃহস্পতিবার রাতে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে অভিযোগ ওঠার পর আজ রোববার এ তদন্ত কমিটিগুলো গঠন করা হলো।
পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ দুটি কমিটি গঠনের কথা এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার নির্দেশে ডিএমপির যুগ্ম কমিশনার মীর রেজাউল আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
একই সঙ্গে গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে আরো একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়, যা তদন্তে তাদের সাহায্য করবে।
হত্যাকাণ্ডের দিন ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে দুটি কমিটিই তদন্তের কাজ করবে। খুব দ্রুত কমিটিগুলো প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার বইমেলার বাইরে ব্লগার, লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।