অন্তত পরীক্ষার দিন কর্মসূচি স্থগিত করার অনুরোধ শিক্ষামন্ত্রীর
১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর কথা চিন্তা করে অন্তত পরীক্ষার দিন হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২০-দলীয় জোট এরপরও তাদের কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত না করলে ঢাকায় ফিরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার দুপুরে সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমার্তন অনুষ্ঠানের এক ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি সবিনয়ে আবেদন জানিয়েছিলাম হরতাল-অবরোধ আহ্বানকারীদের প্রতি। আমাদের ভবিষ্যৎ বংশধর, ১৫ লক্ষ ছেলেমেয়ের প্রতি দয়াবান হয়ে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করবেন। অথবা অন্তত স্থগিত রাখবেন। আমি আবারও বিনয়ের সাথে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমি এই আশায় আহ্বান জানাচ্ছি যে ন্যূনতম মানবিক মূল্যবোধ তাদের কারো না কারোর মধ্যে এখনো আছে। এটা জাগ্রত হবে। এবং আমাদের ১৫ লক্ষ ছেলেমেয়ের পরীক্ষাকে বাধাহীন করার জন্য অন্ততপক্ষে পরীক্ষার দিন তাদের কর্মসূচি স্থগিত রাখবেন। আমি এই প্রত্যাশায় তাকিয়ে আছি।’