লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন মাইন উদ্দিন (৩২) ও আরিফ হোসেন (২৪)। পুলিশের দাবি, জামায়াতকর্মী মাইন উদ্দিন ও যুবদলকর্মী আরিফ গাছ কেটে সড়ক অবরোধ করছিলেন।
গতকাল রোববার রাত পৌনে ১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের লরেন্স বেরার গোঁজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
মাইন উদ্দিনের বাড়ি কমলনগরের চরকালকিনি গ্রামে, আরিফের বাড়ি চরজাঙ্গালিয়া গ্রামে। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসিসহ আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই্) রেজাউল করিম রেজা দাবি করেন, রাতে যুবদল ও জামায়াত-শিবিরকর্মীরা রাস্তার পাশের গাছ কেটে সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে পুলিশ টহল দিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে টহল গাড়ি লক্ষ্য করে তারা পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে এবং পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে জামায়াত ও যুবদলের ওই দুই কর্মী গুলিবিদ্ধ হন, অন্যরা পালিয়ে যায়। পুলিশ তাঁদের কাছ থেকে গাছ কাটার করাত ও চারটি পেট্রলবোমা উদ্ধার করে। পরে আহত অবস্থায় পুলিশ তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।