মেঘনার ‘জলদস্যু বাহিনীর প্রধান’ আটক
ভোলায় মেঘনার ‘জলদস্যু’ জাকির বাহিনীর প্রধান জাকিরকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ গুপ্তমুন্সি গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, আটকের সময় জাকিরের বাড়ি থেকে দেশি পাইপ দিয়ে তৈরি দুটি অস্ত্র ও দুটি বন্দুকের গুলি উদ্ধার করা হয়। পরে জাকিরকে কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে আজ শুক্রবার সকালে জাকিরকে ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট ওয়ামিম আকিল জাকী দাবি করেন, জাকির ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর পায় কোস্টগার্ড। এরপর অভিযান চালিয়ে তাঁকে দেশি অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।