পশুকে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন, দুজনকে সাজা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গবাদি পশুকে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার দায়ে আজ শনিবার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া দুজন। ছবি : এনটিভি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গবাদি পশুকে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন দেওয়ার দায়ে কথিত দুই পশু চিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা আজ শনিবার সকালে ওই সাজা দেন।
কারাদণ্ডাদেশ পাওয়া দুজন হলেন ঝিনাইগাতীর ভালুকা গ্রামের মামুন মিয়া (২২) ও শালচুড়া গ্রামের রয়েল চন্দ্র কোচ (২৮)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাসপাতাল থেকে পাচার হওয়া মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন গবাদি পশুকে পুশ করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্যাকসিনসহ হাতেনাতে মামুন ও রয়েলকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া করা হয়।