চান্দিনা পৌরসভার সড়ক বাতির উদ্বোধন
কুমিল্লার চান্দিনা পৌরসভার প্রধান সড়কে সড়ক বাতির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চান্দিনা পৌরসভার প্রধান সড়ক পুরাতন গ্র্যান্ড ট্রাংক রোডে সড়ক বাতির উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ।
চান্দিনা পৌরসভার কাউন্সিলর জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বকশী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও ব্যবসায়ী নেতা মুনতাকিম আশরাফ টিটু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।
পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্রীধর বণিক, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু, কাজী গোলাম দস্তগীর পাপন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শিল্পপতি আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর হাজি দৌলতুর রহমান, কাউন্সিলর আবদুর রব, কাউন্সিলর হাজি নূরুল ইসলাম, কাউন্সিলর শাহজাহান সরকার, পৌর সচিব ফয়েজ আহমেদ প্রমুখ।