রাজবাড়ীতে পাটচাষিদের প্রশিক্ষণ
আধুনিক পদ্ধতিতে মানসম্মত উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং পচনের ওপর কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত পাটচাষিদের নিয়ে এ প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে উপজেলার সাতটি ইউনিয়নের দুই শতাধিক পাটচাষি অংশ নেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, প্রকল্প পরিচালক শেখ মো. রেজাউল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক নারায়ণ চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমারুল হাসান, ফরিদপুর অঞ্চলের প্রকল্প পরিচালক মরিয়ম বেগম প্রমুখ।
বক্তারা পরিবেশ সুরক্ষায় পাটের সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে স্বল্প জমিতে উন্নত জাতের মানসম্পন্ন পাট চাষাবাদ ও উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের পরামর্শ দেন। তারা পাটের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য চাষিদের প্রতি আহ্বান জানান।