শিশুকে যৌন হয়রানির অভিযোগে কলেজশিক্ষক গ্রেপ্তার
মংলায় শিশুকে (৭) যৌন হয়রানির অভিযোগে এক কলেজশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু ইব্রাহিম শাহ মোহাম্মদ বাকি বিল্লাহ (৪৬) মংলা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি জানান, ‘নির্যাতনের শিকার’ ওই শিশুটি গতকাল শনিবার দুপুরে মংলার মাওলানা ভাসানী সড়কের বাসিন্দা কলেজশিক্ষক বাকি বিল্লাহর বাসায় খেলা করতে যায়। কলেজশিক্ষকের দুই মেয়ে ওই শিশুটির বন্ধু।
এ সময় বাকি বিল্লাহ ঘর থেকে তাঁর দুই মেয়েকে কৌশলে বের করে দিয়ে নানা প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরের মধ্যে আটকে রেখে যৌন নিপীড়ন চালায়। শিশুটি বাড়ি ফিরে আসার পর তার গায়ে বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে শিশুটি বাবা-মাকে নির্যাতনের বিষয়টি জানায়।
ওসি জানান, রাতেই শিশুটির বাবা কলেজশিক্ষককে আসামি করে থানায় মামলা করেন। মামলার খবর পেয়ে কলেজশিক্ষক বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পথে আজ রোববার ভোরে খুলনার রূপসা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।