চট্টগ্রামে ধর্ষণের পর শিশুকে হত্যা
চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন নারিকেলতলা এলাকায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার পুকুর থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর নাম তানিয়া (৯)। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হাফুল মিয়ার মেয়ে। তানিয়া তার মামা সুমন মিয়ার নারিকেলতলার বাসায় থাকত। সেখান থেকেই সে নগরের মোহাম্মদিয়া সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লেখাপড়া করত।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয় তানিয়া। দীর্ঘক্ষণ তার খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে এলাকার লোকজন পুকুরে ভাসমান একটি বস্তা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে নিখোঁজ তানিয়ার লাশটি উদ্ধার করে।
ওসি জানান, সুরতহাল প্রতিবেদনে তানিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কাউকে আটক করা যায়নি।