মাগুরায় মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ইন্তেকাল
ক্যানসারে আক্রান্ত মাগুরার বীর মুক্তিযোদ্ধা পুলিশের অবসরপ্রাপ্ত পরিদর্শক মো. আবুল হোসেন (৬৭) আর নেই। আজ রোববার সকাল সাড়ে ৯টায় মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল সাড়ে ৪টায় নিজনান্দুয়ালী স্কুল মাঠে মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেওয়া হয়। তাঁর কফিনে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রেসক্লাব মার্কেট দোকান মালিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
পুলিশের চাকরি শেষ করে আবুল হোসেন দীর্ঘদিন সুনামের সঙ্গে মাগুরা প্রেসক্লাব মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে সমিতির পক্ষ থেকে গভীর শোক জানিয়ে মার্কেটের সব দোকান পুরো দিন বন্ধ রাখা হয়েছে।