কাঁঠালবাড়ী ঘাট থেকে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/17/photo-1571305806.jpg)
মাদারীপুরের শিবচর উপজেলায় হাসান মিয়া (২০) নামের এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন কুলিকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ী স্পিডবোট ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাসান ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ডিএম পরিবহনের সহকারী ছিলেন। মাঝেমধ্যে ঘাট এলাকায় কুলি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বড়িয়া কৃষ্ণপুর গ্রামের নাজমুল (২২), পটুয়াখালীর কুয়াকাটা থানার তাসনুপাড়া গ্রামের সাগর মৃধা (১৮) ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাইফুল শেখ (১৯)। তাঁরা সবাই কাঁঠালবাড়ী ঘাট এলাকায় কুলি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
স্থানীয়রা জানান, আজ সকালে কাঁঠালবাড়ী স্পিডবোট ঘাটের কাছে বালুর স্তূপের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তাঁরা। সকাল ১০টার দিকে শিবচর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
এসআই শাহাদাৎ বলেন, ‘ধারণা করা হচ্ছে, অন্তর্কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’