ঝিনাইদহে ট্রাকচাপায় দুই বাইক আরোহী নিহত
ঝিনাইদহে সবজিবোঝাই ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের চক্ষু হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসানুজ্জামান ও একই এলাকার রওশন মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, গতকাল সন্ধ্যায় রাশেদুল ও হাসানুজ্জামান মোটরসাইকেলে করে মাগুরা থেকে ঝিনাইদহে আসছিলেন। এ সময় ঝিনাইদহ জেলা শহরের চক্ষু হাসপাতাল এলাকায় বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও হাসানুজ্জামান নিহত হন।
লাশ দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছেন।