কন্যাদের সামনে বাবাকে বিবস্ত্র করে নির্যাতন, পুরোনো ভিডিও নিয়ে তোলপাড়
ভোলা জেলার লালমোহন উপজেলায় সন্তানদের সামনে বাবাকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে।
রোববার রাতে নির্যাতনকারী ও ডাকাতি মামলার আসামি হাসানকে গ্রেপ্তারের পর গত বছরে রেকর্ড করা ওই নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, ভুক্তভোগী মোটরসাইকেল চালক জসিম উপজেলার ডাওরী বাজারে কালমা ইউনিয়নের মৃত আব্দুল মুন্নাফের ছেলে। আর নির্যাতনকারী হাসান ওই ইউনিয়নের মিস্ত্রিবাড়ির আবু ড্রাইভারের ছেলে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, হাসান ডাওরী বাজারে জনসম্মুখে বিবস্ত্র করে দুই কন্যা সন্তানের সামনে জসিমকে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করছে।
যোগাযোগ করা হলে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ‘ভিডিওটি ২০১৮ সালের। হাসানকে ডাকাতি মামলায় গ্রেপ্তারের পর এটি ছাড়া হয়েছে।’
এদিকে জসিমকে নির্যাতনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দার ঝড় উঠে।